ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারের সঙ্গে জোটে যাবে না তৃণমূল: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১, ১০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সরকারের সঙ্গে তৃণমূল বিএনপি কোন জোটে যাবে না জানিয়েছেন দলটির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকার। 

শনিবার বিকালে রূপসী খন্দকার বাড়িতে মহিলা নেত্রীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি। 

তৈমূর আলম খন্দকার বলেন, আমরা সরকার বিরোধী লোক হওয়ার পরও আজকে নির্বাচনে আসছি। তৃণমূল বিএনপির নেতৃত্বে জোট হবে। আমরা প্রথম থেকেই বলে আসছি সরকারের সঙ্গে আমরা কোন জোটে যাবো না। ২০১৪ এবং ২০১৮ সালের মতো সরকারী দল কেন্দ্র দখল করে যদি সীল মারে তাহলে ভোট সুষ্ঠু হবে না।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের এখন গণহারে সাজা দেওয়া হচ্ছে। এই সাজা দেওয়া জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন হলে আমরা মাঠে আন্দোলনে নামবো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি