ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সরকারের সমালোচনা করা বিএনপি’র অভ্যাসে পরিণত হয়েছেঃ হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৩, ২৮ মার্চ ২০১৭

সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনা করা বিএনপি’র অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আরো বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রকাশনায় সরকারের উন্নয়নের পাশাপাশি বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিষয়টিও তুলে ধরা হবে। ২০১৯ সালের আগে নির্বাচনের কোনো সুযোগ ও সম্ভাবনা নেই বলেও জানান হাছান মাহমুদ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি