সরফরাজেই সিরিজ জয়!
প্রকাশিত : ১৪:০৪, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৩৬, ২৯ জানুয়ারি ২০১৮
টানা পাঁচ ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টুয়েন্টিতেও হেরে যায় পাকিস্তান। এতে পাকিস্তানের শঙ্কা জাগে, ওয়ানডের মতো কি, টি-২০ সিরিজটাও খোঁয়াতে যাচ্ছে সরফরাজের দল। তবে না, সরফরাজ আহমেদ দলে ফেরার পর চিত্র পাল্টে যায়। শেষ দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পায় পাকিস্তান। এতেই সিরিজ নির্ধারণী ম্যাচে ২-১ জয় পায় পাকিস্তান।
সরফরাজ আহমেদ ব্যাটিং মোটামুটি ভাল করলেও দলের জয়ে মূল ভূমিকা রেখেছেন অন্যরা। তবে সরফরাজের ফেরাই তাদের অনুপ্রেরণা যুগিয়েছে কয়েকগুণ। এতেই দলের ব্যাটসম্যানদের মধ্যে চাঙ্গাভাব চলে আসে। বিশেষ করে সরফরাজ আহমেদ ফেরার পরই উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান রান পেতে শুরু করেন। শুধু তাই নয়, সব ব্যাটসম্যানই যেন নিজেকে মেলে ধরতে শুরু করেন। তাই সিরিজ জয়ের মূল নায়কতো সরফরাজ আহমেদ-ই।
নিউজিল্যান্ডের বে ওভালের ওই ম্যাচে কিউইদের ১৮ রানে হারিয়ে সিরিজ জয় পায় পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তোলে পাকিস্তানি ব্যাটসম্যানরা। ফখর জামানের ৪৬, সরফরাজ আহমেদের ২৯ রানের উপর ভর করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তুলতে সমর্থ হয়। এরপর ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল কিউইরা।
তবে শাদব খান, আমির ইয়ামিন ও মোহাম্মদ আমিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি গাপতিলরা। তবে গাপতিলের ৫৯ ও টেইলরের ২৫ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে সক্ষম হয় কিউইরা। এতে ১৮ রানে হেরে যায় দলটি। শাদব খান ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। অন্যদিকে মোহাম্মদ আমির ৪ ওভারে ২৩ রান খরচ করে এক উইকেট লাভ করেন।ৎ
অসাধারণ পারফরমেন্স দেখিয়ে শাদব খান ম্যান অব দ্য ম্যাচ ও মোহাম্মদ আমির ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
সূত্র: ইউএসপিএন
এমজে/