ঢাকা, মঙ্গলবার   ২৫ জুন ২০২৪

সরাইলে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ১৬ জুন ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার এসআই বাবুল আহমেদকে মারধর করে হাতকড়াসহ আটককৃত জসিম নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

রোববার (১৬ জুন) সকালে আহত এসআই বাবুল নিজে বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। তবে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাফ ও আসামির খোঁজ এখনও মেলেনি।

এর আগে শনিবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার বিকেলে উপজেলার ভূইশ্বর গ্রামের জসিম নামের এক ব্যক্তি পাকশিমুল পশুর হাট থেকে একটি কেনেন। মহিষ কেনার পর প্রথা অনুযায়ী বাজারে হাসিল দিতে হয়। জসিম ওই বাজারে হাসিলের এক হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দিয়ে জোর করে চলে যাচ্ছিলেন। এ নিয়ে বাজার কমিটির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জসিম তার নিজ গ্রাম ভূইশ্বরে আসেন। এ সময় তিনি রাস্তায় অটোরিকশা থামিয়ে পাকশিমুল গ্রামের লোকজন দেখে দেখে মারধর করেন। একপর্যায়ে ভূইশ্বর ও পাকশিমুলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে সরাইল থানার দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই বাবুল আহমেদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

একপর্যায়ে জসিমকে হাতকড়া পরিয়ে সেখান থেকে আটক করে আনার চেষ্টা করেন। এ সময় তার লোকজন এসআই বাবুলের ওপর হামলা করে জসিমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় বাবুলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি