ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

সরাইলে বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৭ জুলাই ২০১৯

সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপলব্ধি সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের পৃষ্টপোষকতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 এতে অংশ নেয় ইমাম, কাজী, ঘটক, পুরুহিত, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। 

উপলব্ধি সমাজ কল্যাণ সমিতির সভাপতি সঞ্জিব কুমার দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদ নির্বাহী অফিসার এ এস এম মোসা, বিশেষ অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম কানু। 

স্যাপ লিডার নারায়ণ চক্রবর্ত্তীর পরিচালনায় এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিল পি.ফর.ডি'র ডিষ্ট্রিক ফেসিলেটর সুশান্ত চন্দ্র দে রায়। বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, সি আর সি পরিচালনা কমিটির সভাপতি মোঃ আইয়ুব খাঁন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান,কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, উপলব্ধি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন, হিন্দু কমিউনিটির নেতা শ্রী সুবিমল ধর অনু,কাজী অনোয়ার হোসেন, ইমাম মাওলানা মঈনুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খাঁন বাবুল, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহিন, হিন্দু নিবন্ধক অসিম দেব, স্যাপ সদস্য এম এ মজিদ বক্স, পুরুহিত গোপাল চক্রবর্ত্তী প্রমুখ।

এনএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি