ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

সরানো হলো আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিককে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ৬ জানুয়ারি ২০২৫

পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিককে আশুলিয়া থানা থেকে সরিয়ে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। 

রোববার দুপুরে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। 

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরেই আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে সম্প্রতি দুই শিশুসহ এক মাকে সারারাত থানায় আটকে রাখাসহ নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। 

এছাড়া অর্থের বিনিময়ে ঝুট ব্যবসা নিয়ে পক্ষপাতিত্ব, জমি দখলে সহযোগিতা করে অনৈতিকভাবে অর্থ লেনদেন, আসামি ধরে দিনের পর দিন হাজতে আটকে রাখা। আবাসিক হোটেল থেকে মাসোহারা আদায়, সিন্ডিকেটের মাধ্যমে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়ে আসছে। 

এ নিয়ে কয়েক দফা তদন্তও হয়। এছাড়া অধস্তনদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

সর্বশেষ রোববার তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি