সরে দাঁড়ালেন ট্রাম্পের আরও তিন উপদেষ্টা
প্রকাশিত : ১০:৪৯, ১৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:০৯, ১৬ আগস্ট ২০১৭
ভার্জিনিয়ায় শেতাঙ্গদের তাণ্ডবের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছেন- এমন অভিযোগ তুলে তার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তিনটি বড় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। খবর সিএনএনের।
এর আগেও ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করেন। স্থানীয় সময় সোমবার ‘আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল’ থেকে পদত্যাগ করেন ইনটেল কর্পোরেশনের সিইও ব্রায়ান ক্যাজানিচ, মেরক অ্যান্ড কো ইঙ্ক ফার্মার কেনেথ ফ্র্যাজিয়ার ও আন্ডার আর্মার ইঙ্কের কেভিন প্ল্যাঙ্ক।
সোমবার এক ব্ল¬গ পোস্টে ব্রায়ান বলেন, আমাদের বিভক্ত রাজনৈতিক পরিবেশ যে গুরুতর ইস্যু (শার্লটসভিলের দাঙ্গা) তৈরি করছে তার ব্যাপারে মনযোগ আকর্ষণ করতে আমি পদত্যাগ করেছি। কেনেথ জানান, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং পাল্টা প্রতিবাদকারীদের মধ্যে সহিংসতার ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়ার কারণে তিনি উপদেষ্টা পরিষদ থেকে সরে গেছেন।প্ল্যাঙ্ক এক টুইট বার্তায় ট্রাম্পের উপদেষ্টা পরিষদ ছাড়ার ঘোষণা দেন।
এদিকে, শার্লটসভিলে সহিংসতার ঘটনায় এক কোটি ২৫ লাখ শ্রমিকের ইউনিয়নগুলোর ফেডারেশন এএফএল-সিআইও জানিয়েছে, ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার বিষয়টি তারাও বিবেচনা করছে। এর আগে সাত মুসলিম দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ট্রাম্পের এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ (এএপিআইস) বিষয়ক উপদেষ্টা কমিশনের ১৬ সদস্য পদত্যাগ করেন।
ট্রাম্পের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা ব্যাক্তিদের পরিচয় নিচে দেওয়া ছিল-
মাইকেল ফ্লিন : ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ২৩ দিন।
সেলি ইয়েটস : ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, ১১ দিন।
কেটি ওয়ালস : চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসের সহযোগী, ৭০ দিন।
মাইক দুবকে : ট্রাম্পের প্রথম যোগাযোগ পরিচালক, ৮৬ দিন।
অ্যাঙ্গেলা রেইড : হোয়াইট হাউসের স্টাফদের প্রধান, ১০৬ দিন।
জেমস কমি : এফবিআই প্রধান, ১০৬ দিন।
কেটি ম্যাকফারল্যান্ড : সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ফক্স নিউজের বিশেষজ্ঞ, ১১৮ দিন।
ওয়াল্টার শব : মার্কিন সরকারের নীতিবিষয়ক দফতরের পরিচালক, ১৮১ দিন।
শন স্পাইসার : ট্রাম্পের প্রেস সচিব, ১৮৩ দিন।
মাইকেল শর্ট : হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সচিব, ১৮৭ দিন।
রেইন্স প্রিবাস : রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান, ১৮৯ দিন।
অ্যান্থনি স্কারামুচি : হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক, ১৯৪ দিন।
//এআর
আরও পড়ুন