ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার কাইলি জেনার

প্রকাশিত : ১৩:২২, ৬ মার্চ ২০১৯

২১ বছর বয়সী মার্কিন মডেল, অভিনেত্রী, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার হিসেবে উঠে এসেছেন তিনি।

তবে এই সম্পদ তিনি উত্তরাধিকার সূত্রে নয়, গড়েছেন নিজের যোগ্যতায়। কারদাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য কাইলি বিলিয়ন ডলারের মালিক হয়েছেন তার কসমেটিকস ব্যবসার মাধ্যমে। তিন বছর আগে যাত্রা শুরু করা কাইলি কসমেটিকস গতবছর আয় করেছে ৩৬ কোটি ডলার।

বিস্ময়ের সঙ্গে বলতে হয়- সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার হিসেবে আবির্ভূত হওয়ার পথে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন কাইলি জেনার। জাকারবার্গ বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে।

এই সাফল্যের প্রতিক্রিয়ায় কাইলি জেনার ফোর্বসকে বলেছেন, ‌আমি ভবিষ্যত জানতাম না। আমি কিছু প্রত্যাশাও করিনি। তবে খবরটা সত্যিই ভালো। খুবই ‍উৎসাহব্যাঞ্জক।

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসনটি ধরে রেখেছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ গত এক বছরে ১৯ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ১৩১ বিলিয়ন ডলার।

সূত্র : বিবিসি

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি