ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদ

প্রকাশিত : ১৬:২০, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ২১:৫৩, ১৪ মার্চ ২০১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদ। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবিকে সনমাহিত করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো কবির প্রতি শ্রদ্ধা জানান সমাজের সব শ্রেণী পেশার মানুষ। rafic azadসকাল ১০টার কিছু পর কেন্দ্রীয় শহীদ মিনারে নেয় হয় কবি রফিক আজাদের মরদেহ। মুক্তিযোদ্ধা কবির প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এরপর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ। কবি রফিক কেবল তার লেখনিতেই সীমাবদ্ধ ছিলেননা! স্বাধীনতার জন্য হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। কবির সৃষ্টি তার শেকড়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তার কবিতার পটভূমি যাপিত জীবন, ফেলে-আসা স্মৃতি, মাটি ও মানুষ। বাংলা কবিতা ও শিল্প-সংস্কৃতির পর্বে তার কবিতা যেন নতুন প্রেরণার পথ দেখায়। কবির আত্মার শান্তির জন্য সবার দোয়া চান তাঁর স্ত্রী ও বড় ভাই। দুপুর ১২টার পর তার মরদেহ আনা হয় তার এক সময়ের কর্মস্থল বাংলা একাডেমীর নজরুল মঞ্চে। সেখানে শ্রদ্ধা নিবেদেন শেষে আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় কবি রফিক আজাদকে সমাহিত করা হয় মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি