ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সর্বোচ্চ আদালতের নির্দেশেই মওদুদ আহমেদকে বাড়ি ছাড়তে হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৮ জুন ২০১৭ | আপডেট: ২০:০১, ৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সর্বোচ্চ আদালতের নির্দেশেই বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমেদকে বাড়ি ছাড়তে হয়েছে, এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদ উল ফিতর উপলক্ষ্যে যান চলাচল নির্বিঘœ করতে আনসার-পুলিশের পাশাপাশি সড়কে কাজ করবে কমিউনিটি পুলিশও। এসময় এ আওয়ামী লীগ নেতা আরো বলেন খালেদা জিয়া ও মওদুদ অবৈধভাবে বাড়িতে ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ের পর যেসব সংস্থা ব্যবস্থা নেয়ার কথা, তারা নিদের্শনা অনৃুযায়ী বাড়ি ছাড়ানোর প্রক্রিয়া শেষ করেছেন। এর সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই।
সিংক:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি