সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম
প্রকাশিত : ১৯:৫০, ১৯ জানুয়ারি ২০২৫
কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভ্যালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ৪+ নিরাপত্তা সনদ অর্জন করেছে হুয়াওয়ের ওশানস্টোর ডোরাডো অল-ফ্ল্যাশ স্টোরেজ। এটি স্টোরেজ পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সনদ। নেদারল্যান্ডসের ডেলফ্টে অবস্থিত এসজিএস ব্রাইটসাইট ও ট্রাস্টসিবি এই সনদটি অনুমোদন ও প্রদান করে থাকে।
ডিজিটাল অর্থনীতির যুগে তথ্য অবকাঠামোর অন্যতম নিরাপদ একটি ভিত্তি হলো হুয়াওয়ের ওশানস্টোর ডোরাডো অল-ফ্ল্যাশ স্টোরেজ। এটি অভ্যন্তরীণ নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার ও বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্কিটেকচার ডিজাইন, সোর্স কোড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, রিলিজ ও ডিপ্লয়মেন্ট ইত্যাদি। র্যানসমওয়্যার থেকে সুরক্ষা, ডেটা চুরি প্রতিরোধ, ব্যাকআপ ও পুনরুদ্ধারসহ নির্ভরযোগ্য ডেটা সঞ্চালনের সুবিধার মাধ্যমে এটি ডেটার স্থায়িত্ব বাড়ায়।
ইএএল৩+-এর তুলনায় ইএএল৪+ উচ্চ মাত্রার নিরাপত্তা দেয়। হুয়াওয়ে ২০২১ সালে ইএএল৩+ অর্জন করেছিলো। সিকিউরিটি ফাংশন, সিকিউরিটি ডিজাইন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, সিকিউরিটি টেস্টিং ও সোর্স কোডের ইন-ডেপথ্ রিভিউ মেকানিজমের ক্ষেত্রে ইএএল৪+ নিরাপত্তার উচ্চ মানদণ্ড নিশ্চিত করে। বর্তমানে এটিকে স্টোরেজ পণ্যের সর্বোচ্চ নিরপত্তা স্তর হিসেবে বিবেচনা করা হয়।
/আআ/
আরও পড়ুন