ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সর্বোচ্চ প্রকাশনার জন্য সম্মাননা পেলেন জাবি অধ্যাপক শাহেদুর রশীদ

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের মধ্যে সর্বাধিক সংখ্যক প্রকাশনার জন্য “আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট” সম্মাননা পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশীদ।  

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই সম্মাননা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষকদের গবেষণাপত্র মূল্যায়ন সাপেক্ষে এ সম্মাননা প্রদান করেছে আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট।

এ বিষয়ে অধ্যাপক শামসুদ্দিন বলেন, "প্রতিবছরেই সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিক অনুষদে পালাক্রমে এই সম্মাননা দেয়া হবে। সর্বোচ্চ প্রকাশনা ও মানের ওপরে এই মূল্যায়ন করা হবে। এ সম্মাননা নিঃসন্দেহে সকল শিক্ষককে গবেষণার কাজে অনুপ্রাণিত করবে।"

অধ্যাপক ড. শাহেদুর রশীদ বলেন, "আমি বিশ্ববিদ্যালয়, অধ্যাপক দারা শামসুদ্দিন স্যার, আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আক্তার খাতুন ট্রাস্ট সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. আকবর হোসেন ও এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি। এই সম্মাননা শুধু আমার নয় বরং সকল শিক্ষকের। সামনের সকল কাজের ক্ষেত্রে এই সম্মাননা আমার জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।"

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ জাবির ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ডুরহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। 

বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে তার ১৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), সিন্ডিকেট সদস্য, সিনেটর, জাবি শিক্ষক সমিতির ইসি সদস্য, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের বঙ্গোপসাগরের সামুদ্রিক সীমানা নির্ধারণের জন্য ইউএনসিএলওএস টিমের অন্যতম প্রধান বিশেষজ্ঞ হিসেবেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনীত করেছিলেন। তিনি মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবিএস-এ জিআইএস এবং রিমোট সেন্সিং বিশেষজ্ঞ হিসেবেও কাজ করছেন।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইটিএল এর পরিচালক অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, অধ্যাপক ড. শামছুল আলম, অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, অধ্যাপক মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক নুরুল হুদা সাকিব, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, উম্মে সায়কা, তানজিনুল হক মোল্লা, সামিয়া সিফাত মিতি, সহকারী অধ্যাপক রওনক জাহান, আফসানা হক, মোঃ মোসাব্বের হোসেন, মনির উদ্দিন শিকদার, বিবি হাফছা, মেহেদী ইকবালসহ আরো অনেকে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি