সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের জাহাঙ্গীর গেটে অবস্থান, দীর্ঘ যানজট
প্রকাশিত : ১৪:০০, ২৯ ডিসেম্বর ২০২৪
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে ওই সড়ক ও আশপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্য ন্চাতকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে তারা এই অবস্থান নেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরাও।
এ সময় তাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
তাদের আন্দোলনের ফলে জাহাঙ্গীর গেটের তিন পাশের সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। যানবাহনের সারি ঠেকেছে বনানী ছাড়িয়ে জিয়া কলোনি পর্যন্ত।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ।
বিক্ষোভে অংশ নেওয়া একজন সাবেক সেনাসদস্য বলেন, সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে ক্ষমতার অপব্যবহার করে একতরফা বিচারের মাধ্যমে শত শত সদস্যকে চাকরিচ্যুত করেছে। তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। কাউকে কাউকে আয়নাঘরে বন্দি করে অমানবিক নির্যাতনও করা করেছে।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো- বিগত সরকারের আমলে যারা চাকরি হরিয়েছেন তাদের চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে; যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে।
এএইচ
আরও পড়ুন