ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ৭কর্মকর্তার বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৯, ৯ অক্টোবর ২০১৭

সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাগণ হলেন– ডিএসবি বান্দরবানের সহকারি পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসানকে সহকারি পুলিশ সুপার ৮ম এপিবিএন ঢাকা, মীরসরাই সার্কেল চট্টগ্রামের সহকারি পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে সহকারি পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, আরআরএফ ঢাকার সহকারি পুলিশ সুপার মো. মশিয়ার রহমানকে সহকারি পুলিশ সুপার মীরসরাই সার্কেল চট্টগ্রাম, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোনার সহকারি পুলিশ সুপার মো. আনিছুর রহমান খাঁনকে সহকারি পুলিশ সুপার ডিএসবি সিলেট, ডিএসবি সিলেটের সহকারি পুলিশ সুপার মুহাম্মদ নুরুল আবছার খানকে সহকারি পুলিশ কমিশনার এসএমপি সিলেট, পঞ্চগড় সদরের সহকারি পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামকে সহকারি পুলিশ সুপার আরআরএফ ঢাকা ও ডিএসবি কক্সবাজারের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে সহকারি পুলিশ সুপার আরআরএফ চট্টগ্রাম হিসেবে বদলি করা হয়েছে।

০৪ অক্টোবর’১৭  পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম কর্তৃক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। সূত্র : ডিএমপি নিউজ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি