ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সহজ জয়ে ডিআইইউ’র টুর্নামেন্ট শুরু

ডিআইইউ সংবাদদাতা

প্রকাশিত : ১৯:১৬, ২৮ মে ২০২২ | আপডেট: ১৯:১৭, ২৮ মে ২০২২

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০২২ এর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটিকে (বিআইইউ) ২০ রানে হারিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ডিআইইউ। নির্ধারিত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে শামীম সর্বোচ্চ ১৫ বলে ৩৭ রান করেন।

জবাবে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে পারে বিআইইউ। দলটির পক্ষে সর্বোচ্চ ১৩ বলে ৪৫ রান করেন নাসির। তবে ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের শামীম।

উল্লেখ্য, এ বছর ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি