সহপাঠীদের সাহসিকতায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী
প্রকাশিত : ০৯:৩৩, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৩, ২২ সেপ্টেম্বর ২০১৬
সহপাঠীদের সাহসিকতায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। রাজবাড়ী শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সহযোগিতায় বন্ধ হয় বাল্য বিয়ে। আগামিতেও যেনো এ অঞ্চলে কোনো বাল্য বিয়ে না নয় এমন দাবি শিক্ষার্থীদের।
ষষ্ঠ শ্রেনীর ছাত্রী, বয়স মাত্র ১১। আর তাতেই বিয়ের এই আয়োজন। রাজবাড়ী সদর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে, মেয়ের বয়সের চিন্তা না করেই বিয়ে ঠিক করেন দুই পক্ষের অভিবাবকরা।
তবে শেরে বাংলা স্কুল পড়–য়া মেয়ের বিয়ের খবরে চিন্তিত সহপাঠীরা ছুটে যায়, রাজবাড়ী থানায়। পুলিশের সহযোগিতায় বন্ধ হয় বাল্যবিয়ে। আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় মেয়ের মা ও চাচাকে।
শিক্ষার্থীদের এমন ভূমিকায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী আর সচেতন মহল। একই সাথে আগামিতে যেনো এ অঞ্চলে কোনো বাল্য বিয়ে না এমন দাবি জানান তারা।
এদিকে একই দিন বিকেলে রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে নবম শ্রেনীর অরেক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে রাজবাড়ী পুলিশ প্রশাসন।
আরও পড়ুন