ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সহপাঠীর মৃত্যু: শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৬:১৫, ১২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর ফার্মগেটে সড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। তবে তারা মঙ্গলবার দুপুর থেকে আবারো আন্দোলন শুরু করবেন বলে জানান।

সোমবার (১২ সেপ্টেম্বর) ফার্মগেটে মূলসড়কে টানা দুই ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা করেন।

মাইক্রোবাসের ধাক্কায় সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র আলী হোসেনের নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আন্দোলনে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজ, তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সে অনুযায়ী মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেবেন শিক্ষার্থীরা। 

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হন আলী হোসেন। তিনি সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি