ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজভীর প্রশ্ন

সহায়ক সরকার আগে হলে এখন কেন নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সহায়ক সরকারের দাবি অসাংবিধানিক হলে ১৯৯৬ সালে আওয়ামী লীগ কেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী মন্তব্য করেন।

প্রসঙ্গত, নির্বাচনকালীন সরকার নিয়ে গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই দিন জাতীয় সংসদে নির্বাচনকালীন সরকার কেমন হবে তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে। সে সময় সরকার হবে ছোট পরিসরে। ওই সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না, শুধু রুটিন মতো কাজ করবে। একই সাথে বিএনপির দাবি অসাংবিধানিক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ মন্তবের জবাবে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কাছে এখন জিজ্ঞাসা করার বিষয় যে, আপনি সংবিধান সংশোধন করতে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চেয়েছিলেন। পরে তা সংযোজিত হয়েছিল। এখন কেন আপনি বলছেন, সংবিধানের বাইরে যাওয়া যাবে না।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রে সংবিধান দেশের। এটা জনগণের চাহিদা অনুযায়ী যুগে যুগে সংশোধিত হয়। এটাই গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত।

তিনি  অভিযোগ করে বলেন, গত কয়েক দিনে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনকে হাজিরার নামে হয়রানি করা হচ্ছে। অপরদিকে মন্ত্রীরা সরকারি সুবিধা ভোগ করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তিনি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক রায় হলে বিএনপির নেতাকর্মীরা রাজপথে এর প্রতিবাদ জানাবে। শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী আহমেদ।

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি