ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

সহিংসতায় ভ্রমণ পিপাসুরা আতঙ্কে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৮, ২৬ জুলাই ২০২৪ | আপডেট: ০৮:৫২, ২৬ জুলাই ২০২৪

কোটা আন্দোলনের উপর ভর করে দুস্কৃতিকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভ্রমণ পিপাসুরা অনেকটা আতংকের মধ্যে রয়েছেন। যে কারণে মৌলভীবাজার জেলা এখন পর্যটকশূন্য। এ অবস্থায় চরম লোকসানে পড়েছেন এ শিল্পের সাথে সম্পৃক্তরা।

করোনার সময়ের ধকল এখনও ঠিকমতো কাটিয়ে উঠতে পারেননি অনেকে। এর মধ্যে বিভিন্ন জেলায় অতি বৃষ্টি ও বন্যা। এ সব ধকল সামাল দিতে যেখানে হিমশিম খাচ্ছেন মৌলভীবাজারের পর্যটন ব্যবসায়ীরা, তার মাঝে মরার ওপর খড়ার ঘাঁ চলমান এই সহিংসতা। 

রিসোর্ট মালিকরা বলছেন, এখন পর্যটক শূণ্য মৌলভীবাজারের দৃষ্টিনন্দন স্পর্ট গুলো। মুখ থুবড়ে পড়ে আছে এ জেলার হোটেল, রিসোর্ট ও  রেস্টুরেন্ট। বিক্রি নেই মনিপুরী কাপর, লেবু, আনারস ও চায়ের। যানবাহন ব্যবসাতেও মন্দা। 

কাজ নেই এ জেলার প্রায় অর্ধশত ট্যুরগাইডদেরও। লোকসানে দূরপাল্লার পরিবহন ব্যবসায়ীরাও, বলছেন মৌলভীবাজার ট্যুর গাইড এসোসিয়েশনের নেতা তাপস দাশ। 

এ বস্থায় কর্মচারী ও স্টাফদের বেতন, বিদ্যুৎ বিল, ম্যান্টেনেস খরচ সামাল দেয়ার পাশাপাশি সমপরিমান ভ্যাটও দিতে হচ্ছে, কষ্টকর হয়ে পড়ছে বলে জানান অনেকে। 

শীঘ্রই দেশের এই পরিস্থিতি কাটিয়ে মৌলভীবাজারের পর্যটন শিল্প আবার ফিরে পাবে তার পুরোনো স্বরূপ এমনটাই আশা মৌলভীবাজারে পর্যটনের সাথে সংশ্লিষ্ট প্রায় ২০ হাজার মানুষ।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি