সাঁড়াসী অভিযানের নামে গণগ্রেফতারকে বাণিজ্যে পরিণত না করতে পুলিশের প্রতি আহ্বান
প্রকাশিত : ১৬:০০, ১৬ জুন ২০১৬ | আপডেট: ১৬:০০, ১৬ জুন ২০১৬
সাঁড়াসী অভিযানের নামে গণগ্রেফতারকে বাণিজ্যে পরিণত না করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান।
দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি আরো বলেন, গণগ্রেফতারের নামে মানুষকে হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। নিরীহ, নির্দোষ মানুষকে গ্রেফতারের নামে হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন