সাংগ্রাই উৎসব শেষ হচ্ছে আজ
প্রকাশিত : ১৪:০২, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:০২, ১৬ এপ্রিল ২০১৬
পাহাড়ে পাহাড়ে জলকেলি উৎসব, সমবেত প্রার্থনা ও মঙ্গল কামনায় শেষ হচ্ছে ৫ দিনের সাংগ্রাই উৎসব। আদিবাসীরা একে অপরকে গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে স্বাগত এবং পুরনোকে বিদায় জানায়। এভাবেই অতীতের ভুলত্র“টি ও গ্লানি মুছে যায় বলে বিশ্বাস তাদের।
বান্দরবানের রাজারমাঠে জলকেলী উৎসবে মেতেছে সবাই। তরুণ তরুণীরাও একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের দুঃখ গ্লাণি ভুলে নতুনকে বরণ করে নেয়। পাহাড়ীদের পাশাপাশি বিদেশীরা অংশ নেয় জলকেলী অনুষ্ঠানে।
এর আগে মঙ্গল শোভাযাত্রা হয়। উজানী পাড়ায় সাংগু নদীতে সাংগ্রাই বৌদ্ধ মূর্তী স্নানের মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের পানি খেলা শুরু হয়।
এর আগে সমবেত প্রার্থনা, ঘিলা খেলা, পানিতে ফুল ভাসানো, হাজারো প্রদীপ প্রজ্জলন, বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। আদিবাসীরা বছরের শেষের ১দিন এবং নতুন বছরের প্রথম ৪ দিন বৈচিত্রময় নানা আয়োজনের মাধ্যমে বৈসাবি উৎসব পালন করে থাকে।
আরও পড়ুন