ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাংবাদিক আতিকুর রহমান হাবিব আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৩ এপ্রিল ২০২৪

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান হাবিব আর নেই। 

আজ মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আতিকুর রহমান হাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক আল আমিন পত্রিকায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। পরে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক দিনের শেষে ও দৈনিক আজকালের খবর পত্রিকায় কাজ করেছেন।
 
আজ দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে প্রথম জানাজা, বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আতিকুর রহমান হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি