সাংবাদিক আবদুস সালামের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১৬:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮
উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও দ্য বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক আবদুস সালামের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবদুস সালাম স্মৃতি সংসদ ও তার পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আবদুস সালাম স্মৃতি সংসদ ও পরিবারের উদ্যোগে সকাল ১০টায় মরহুমের বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত আবদুস সালাম ভাষা আন্দোলনে প্রথম কারাবরণকারী সম্পাদক, পাকিস্তান সম্পাদক পরিষদের সভাপতি, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
/ এআর /