ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ০৮:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইউটিউবার কথিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।

স্থানীয় সময় রোববার নিউইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পরে জ্যামাইকার প্রেসেন্ট হাজতে নেয়া হয়েছে ইলিয়াসকে। স্থানীয় সময় সোমবার তাকে আদালতে তোলা হবে। 

জানা গেছে, অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বানীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও ভিত্তিহীন ভিডিও প্রকাশ করেন ইলিয়াস। পরে সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াাস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন ও প্রিমা রব্বনী। 

এরই পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্রের আদালত।

পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ভিডিও করার পর থেকে ইলিয়াসের খোঁজ শুরু করে পুলিশ। পরে ফোন ট্র্যাকিং করে তাকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াসের নামে হুলিয়া জারি করে পুলিশ। নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ধরিয়ে দিন পোস্টার লাগায়।

এর আগে গত ১ ফেব্রুয়ারি জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মানহানি মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। যদিও গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় তাকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি