সাংবাদিক ইলিয়াসের নামে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রতারণা
প্রকাশিত : ১০:৫০, ৫ মার্চ ২০২৫ | আপডেট: ১০:৫৩, ৫ মার্চ ২০২৫

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা অন্তর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ নিয়ে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন ইলিয়াস হোসেন। ওই পোস্টে তিনি দাবি করেন, “অভিযুক্ত অন্তর তার নামে ফেক পেজ খুলে দীর্ঘদিন ধরে বিএনপি-জামায়াত নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করছিলেন। পাশাপাশি, মসজিদ-মাদ্রাসা ও দরিদ্র মানুষের সহায়তার নামে অর্থ সংগ্রহ করছিলেন। বিষয়টি নজরে আসার পর তিনি নিজেই প্রতারকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার প্রতারণার তথ্য সংগ্রহ করেন।”
ওই পোস্টে তিনি আরও জানান, “আমরা তাকে টাকা পাঠানোর কথা বলে যোগাযোগ করি এবং তার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষণ করি।”
প্রবাসী সাংবাদিক প্রতারকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যেসব মানুষ তাকে টাকাপয়সা পাঠিয়েছেন, তারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।”
ইলিয়াস হোসাইন তার অনুসারীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “আমার ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোনো পেজ নেই। আমি কখনো মসজিদ-মাদ্রাসা বা দরিদ্র মানুষের সাহায্যের নামে অর্থ সংগ্রহ করি না এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়াই না।”
তিনি আরও বলেন, “আমার নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আটকে রেখে পুলিশকে খবর দিন। যারা ভুয়া পেজ খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা যদি দ্রুত নাম পরিবর্তন না করেন, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।”
সাধারণ মানুষকে প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
প্রসঙ্গত, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অন্তর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা গ্রামের বাসিন্দা এবং সাবেক এলডিইডি মন্ত্রী তাজুল ইসলামের ভাতিজা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরের পিএস বলে জানা গেছে।
এএইচ