সাংবাদিক রফিকুল বাহারের পিতা আর নেই
প্রকাশিত : ১৪:০৬, ২১ নভেম্বর ২০২৩
একুশে টিভির আবাসিক প্রতিনিধি ও সিইউজে সদস্য রফিকুল বাহারের পিতা মো. আবদুল মতিন ইন্তেকাল করেছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মরহুমের প্রথম জানাযা সোমবার বাদ জোহর আগ্রাবাদ বেপারীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নোয়াখালীর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম সিইউজের পক্ষ থেকে শোক, শ্রদ্ধা এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএইচ