সাংবাদিক সারোয়ার সুমনের বাবার ইন্তেকাল
প্রকাশিত : ১৯:১১, ১২ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় রাত সাড়ে ১১টায় ও বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় নিউইয়র্কের কনি আইল্যান্ড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধার বয়স হয়েছিল ৭১ বছর।
সন্দ্বীপের বাসিন্দা মো. শাহজাহান এক ছেলে ও চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহজাহান সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি মরহুম মুন্সী আব্দুল মান্নান সওদাগরের বড় সন্তান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
এছাড়া পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ) সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর।
এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজেএন) সিনিয়র সহ সভাপতি সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবুর শুভ।
শোক বার্তায় সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কেআই//