সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১২:৫৪, ১৪ জুন ২০২৪
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান মিলনের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এই দিনে ৭৮ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রতিভাবান এই সাংবাদিক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান ১৯৬৩ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক পয়গাম ও দৈনিক আজাদে কাজ করার পর ১৯৬৫ সালে তিনি দৈনিক ইত্তেফাকে সহকারী সম্পাদক পদে যোগ দেন। আশি ও নব্বইয়ের দশকে সন্ধানী ছদ্মনামে ইত্তেফাকে প্রকাশিত তাঁর নিয়মিত কলাম ‘ঘরে বাইরে’ ছিল পাঠকপ্রিয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সরকার ২০১২ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন।
এমএম//