ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাংবাদিক হেনস্তার দায়ে জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি  

প্রকাশিত : ১২:১৮, ৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:১২, ৭ সেপ্টেম্বর ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে নির্যাতনের দায়ে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের প্রক্টর অফিসে শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃতরা হলেন আসাদ হক (নৃবিজ্ঞান-৪৬), আরিফ জামান সেজান (নৃবিজ্ঞান-৪৬), রায়হান বিন হাবিব (নৃবিজ্ঞান -৪৭), মাসুম বিল্লাহ (আইন ও বিচার-৪৭)। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান বলেন, শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ৪ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডুকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ, আল বেরুনী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম ও সদস্য সচিব প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার মো. সোহেল রানা। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

এর আগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের ‘গেস্টরুমে’ সাংবাদিক আল-আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করেন ওই হলের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা কয়েকজন শিক্ষার্থী। 

ওই দিন রাতেই অভিযুক্ত আট শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি