ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘সাংবাদিকতায় নারী আসছে কম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ৯ মার্চ ২০২৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করেছে। এ উপলক্ষে শুক্রবার নারী সদস্যদের নিয়ে র‌্যালি ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, সাংবাদিকতায় নারী আসছে কম। সাংবাদিকতা পেশায় নারীদের আরও পদচারণা বাড়াতে হবে। বিভিন্ন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে এগিয়ে আসতে হবে। 

এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র ও জুনিয়র সাংবাদিক নারীরা।

সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে বেলা ১১টায় ডিআরইউ চত্বর থেকে শুরু হয় র‌্যালি। র‌্যালিটি বারডেম-২ হাসপাতাল হয়ে ডিআরইউতে এসে শেষ হয়। র‌্যালি-পূর্ব সমাবেশে নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় ডিআরইউ নেতৃবৃন্দ উপস্থিত সব সদস্যকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। 

পরে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে কেক কাটা হয়। নারী সদস্যদের আড্ডায় ডিআরইউ চত্বর ও বাগান ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে ডিআরইউয়ের অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো: রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, মো: শরীফুল ইসলামসহ ডিআরইউয়ের সাবেক নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

কর্মসূচিতে অংশ নেয়া সবাইকে স্কয়ার এবং ইউনিলিভারের সৌজন্যে টি-শার্ট ও গিফট প্রদান করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি