ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবি বিজেসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ১৮ মার্চ ২০২৩

দেশের সর্বচ্চ আদালতে পেশাগত দায়ত্বি পালনের সময় সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত বিচার দাবি করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। আজ রাজধানীর সার্ক ফোয়ারা চত্বরে আয়োজিত মানব বন্ধনে বিজেসি নেতারা এ দাবি জানান। ব্রডকাস্ট মিডিয়ার সবচেয়ে বড় সংগঠনের নেতারা এমন ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ি কর্মকর্তাদের অবিলম্বে বিভাগীয় শাস্তির দাবি করেন।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মসুচীতে নেতারা আরো বলেন, পুলিশ যেখানে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেখানে উল্টো পুলিশ যদি নিরাপত্তাহীনতার কারন হয় তা খুবই অনভিপ্রেত। 

মানব বন্ধনে ইলেক্ট্রনিক , অনলাইন ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা, সদস্য সচিব শাকিল আহমেদ, ট্রাষ্টি মানষ ঘোষ, নুর সাফা জুলহাজ, সাইফ ইসলাম দিলাল, বিজেসি নির্বাহী শাহনাজ শারমিন, নির্বাহী বোরহানুল হক সম্রাট, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক নেতা গোলাম মুজতবা ধ্রুব টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসন সভাপতি মাহবুব আলম,  সেক্রেটারি শহীদুল হক জীবনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

চেয়ারম্যান রেজোয়ানুল হক বলেন, “সর্বোচ্চ বিচার প্রাঙ্গনেও সাংবাদিকরা হামলার শিকার, এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয় সেটা আমরা দেখবো, প্রয়োজনে বিচার দাবিতে আরো কঠোর কর্মসুচী দেবে বিজেসি।' 

সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, “সর্বোচ্চ আদালত ঘটনা জানেন, আদালত চাইলে সুয়োমোটো রুল জারি করতে পারেন। ভবিষ্যতে এধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে পুরো সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহবান জানান তিনি।“

বিজেসি ট্রাস্টি মানষ ঘোষ বলেন, 'সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের উপর পুলিশ বাহিনীর বর্বর আচরণ পুরো জাতিকে হতবাক করেছে। যথাযথ তদন্তের মাধ্যমে দায়িদের বিভাগীয় শাস্তি নিশ্চিত করতে হবে।'

বিজেসি সুরক্ষা বিভাগের প্রধান নির্বাহী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক শাহনাজ শারামিন বলেন, “দায়িত্ব পালনের সময় পুলিশের হাত থেকে নারী সংবাদকর্মীরাও রেহাই পায়নি, এটা অত্যন্ত দু:খজনক।“  রাষ্ট্র যেনো সাংবাদিক ও পুলিশ বাহিনীকে মুখোমুখী দাঁড় না করে সে আহবান জানিয়ে 

তিনি আরো বলেন, “ আজকের প্রতিবাদই যেনো শেষ প্রতিবাদ হয়, সেটাই আশা করে সবাই।'

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি