ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিকের জমির মাটি কেটে বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের পৈত্রিক জমির মাটি কেটে বিক্রির দায়ে জেলা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত পাভেল মিয়া সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উল্লাপাড়ার চর ঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে পাভেল মিয়ার বিরুদ্ধে ঢাকায় কর্মরত রাহিদ রনি নামে এক সাংবাদিকের সিরাজগঞ্জের উল্লাপাড়ার জমিতে জোর করে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। 

এ নিয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী সাংবাদিক রনি অভিযোগ করেন। কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের কাছে এ ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি