ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংসদ সুজার দাফন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম টুটুল জানান, রোববার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সুজার মরদেহ হেলিকপ্টারে খুলনায় নিয়ে আসা হবে। প্রথমে তার মরদেহ নেওয়া হবে টুটপাড়ার বাসায়। বিকেল ৩টায় মরদেহ আওয়ামী লীগ কার্যালয় চত্বরে নিয়ে মরহুমকে শেষ শ্রদ্ধা জানানো হবে। বাদ আসর নগরীর শহীদ হাদিস পার্কে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে।

প্রসঙ্গত, সাংসদ সুজা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি