‘সাইকোলজি ইন এভরিডে লাইফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:০০, ২৫ অক্টোবর ২০১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় একডেমিক ভবনের ৫০১নং কক্ষে ‘সাইকোলজি ইন এভরিডে লাইফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মুহাম্মদ রবি উল্লাহ।
কর্মশালায় প্রধান অতিথি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য কর্মশালার বক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেমিনার আয়োজনের জন্য মনোবিজ্ঞান বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে এ বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।
কর্মশালায় প্রধান বক্তা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন দৈনন্দিন জীবনে মনোবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম.এ. সাত্তারসহ বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসএইচ/
আরও পড়ুন