ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

সাইদুল আনাম টুটুল আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৮ ডিসেম্বর ২০১৮

অভিনয়শিল্পী এবং ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই। তিনি আজ বিকেলে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত শনিবার রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। কয়েক বছর আগে আরও একবার টুটুল হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর শনিবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। তার বুকে ব্যথা হয়। ভোররাত চারটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ সিনেমাটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি’ বই থেকে ‘কালবেলা’ সিনেমার গল্প নেওয়া হয়। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম সিনেমা ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি