ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাইনবোর্ডে বাংলা নিশ্চিত করতে ডিএনসিসির অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১৪ মার্চ ২০১৮

রাজধানীর উত্তর অংশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি।

আজ বুধবার সকাল ১১টায় ডিএনসিসি’র অঞ্চল-৩ এলাকার আওতাধীন তেজগাঁও এবং গুলশান লিংক রোড এলাকায় এই অভিযান চালানো হয়। সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত হোসেন। এসময় সাইনবোর্ড বাংলায় না লেখায়  ৫টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিটিজেন টাওয়ার, ফরচুন ফার্নিচার, এক্সিকিউটিভ মটরস, বিগ কার বাজার ও শুজো কার শো রুম ।

তাছাড়া এসব প্রতিষ্ঠানের সাইনবোর্ড তাৎক্ষণিকভাবে অপসারণও করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বাধা সৃষ্টি করায় এক ব্যক্তিকে দুই শত টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব ডিএনসিসি কর্তৃপক্ষকে দেয়া হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে জানুয়ারি মাসের ২৮ তারিখে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ডিএনসিসির এখতিয়ারাধীন এলাকার যেসব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা অবিলম্বে স্ব-উদ্যোগে অপসারণ করে ৭ দিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তাছাড়া মাইকিং, বিভিন্ন গণমাধ্যমে প্রেস রিলিজ প্রেরণসহ ডিএনসিসি-র ওয়েবসাইট এবং ফেইসবুক পাতায়ও গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। প্রায় সব কয়টি প্রধান প্রধান জাতীয় দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। হাইকোর্টের আদেশ এবং ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

ডিএনসিসির আওতাধীন এলাকার প্রত্যেকটি নামফলক, সাইনবোর্ড ইত্যাদিতে বাংলা ভাষা নিশ্চিত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে বলা হয়।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি