সাইপ্রাসের হাইজাম্পার কাইরিয়াকজ আইনুর জন্মদিন আজ
প্রকাশিত : ১৬:০৫, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:০৫, ২৬ জুলাই ২০১৬
কাইরিয়াকজ আইনু সাইপ্রাসের পেশাদার হাইজাম্পার। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হাই জাম্পার। দেশের হয়ে একমাত্র পদক জেতা ক্রীড়াবিদ কাইরিয়াকস। ১৯৮৪ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন এ তারকা খেলোয়াড়।
পুরো নাম কাইরিয়াকস আইনু। ১৯৮৪ সালের ২৬শে জুলাই সাইপ্রাসের লিমাসোলে জন্মগ্রহণ করেন ৬ ফিট ৪ ইঞ্চি লম্বা কাইরিয়াকজ আইনু।
বিশ্ব চ্যাম্পিয়নশীপে দেশের হয়ে তিনবার স্বর্ণ জেতা একমাত্র হাই জাম্পার কাইরিয়াকজ। এছাড়া আউটডোর ও ইনডোরে হাইজাম্পের রেকর্ডও কাইরিয়াকজের দখলে। আউটডোরে ২ দশমিক ৩৫মিটার ও ইনডোরে ২ দশমিক ৩২ মিটার লাফিয়েছেন এ জাম্পার।
বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০০৭ সালে ওসাকায় ব্রোঞ্জ জেতেন কাইরিয়াকজ আইনু। একই প্রতিযোগিতায় ২০০৯ সালে বার্লিনে রৌপ্য জেতেন তিনি।
বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশীপে ২০০৮ সালে ভ্যালেন্সিয়ায় ব্রোঞ্জ পদক জেতেন এ তারকা জাম্পার। ২০০৯ সালে তুরিনে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক জেতেন কাইরিয়াকজ।
২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতেন কাইরিয়াকজ আইনু। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্য জেতেন তিনি।
২০০৫ সালে আলমেরায় মেডিটেরিয়ান গেমসে হাই জাম্পে স্বর্ণ পদক জেতেন কাইরিয়াকজ আইনু। ২০০৯ সালে পেসকারায় একই প্রতিযোগিতায় স্ধসঢ়;ভর্ণ জেতেন এ তারকা হাই জাম্পার।
আরও পড়ুন