সাইফ আলী খানের মতো হামলার নিশানায় ছিল শাহরুখ খানও!
প্রকাশিত : ১৫:০৩, ১৭ জানুয়ারি ২০২৫
বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হয়েছেন দুষ্কৃতীকারী। গতকাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সাইফ আলী খানের ওপর হামলার পর থেকেই হামলাকারীদের ধরতে পুলিশ চিরুনি অভিযান পরিচালনা করছিল।
আটক হামলাকারীর কাছ থেকে মুম্বাই পুলিশের কাছে মিলেছে আর এক বিস্ফোরক তথ্য। মুম্বাই পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, দুষ্কৃতীর নিশানায় নাকি ছিল শাহরুখ খানের বাড়িও। সইফ আলি খানের বাড়িতে হামলা করার দু’দিন আগেই নাকি বান্দ্রায় শাহরুখের বাড়ি, অর্থাৎ মান্নতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি।
বাড়ির ভেতরে প্রবেশ না করলেও, বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল ওই ব্যক্তি।
ধারণা করা হচ্ছে, সাইফ আলী খানের হামরাকারীই মান্নতের চারপাশ রেকি করতে গিয়েছিল।
এনডিটিভি জানিয়েছে, বিষয়টি তদন্ত দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বাই পুলিশের একটি দল গিয়েছে। জানা গেছে, ঘটনার দুইদিন আগেই মান্নতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সে মই বেয়ে মান্নতের ভেতরে প্রবেশের চেষ্টাও করেছিল।
গতকাল বৃহস্পতিবারই সাইফ আলী খানের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল ওই দুষ্কৃতীকারীর ছবি।
শুক্রবার তাকে আটক করে মুম্বই পুলিশ। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময় পুলিশের হাতের নাগালে আসেন তিনি। তখন সেই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছে। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এরপরেই আটক করা হয় তাকে।
এদিকে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় স্তব্ধ গোটা বলিউড। জানা গেছে, গত বুধবার মধ্যরাতে তার ঘরের ভিতর ঢুকে পড়েছিল দুষ্কৃতী। ছেলের ঘরের সামনে তাকে দেখেই ঝঁপিয়ে পড়েন সাইফ আলী খান। আর তখনই সাইফ আলীর খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারী।
এসএস//