ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

সাইফউদ্দিন ম্যাজিকে সেমিফাইনালে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২ নভেম্বর ২০২৪

হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সহজেই জিতেছে টাইগাররা। 

ম্যাচে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ওপেনিংয়ে এদিন জিসান আলমের সাথে নামেন আব্দুল্লাহ আল মামুন। প্রথম ওভারে জিসান এবং মামুন মিলে নেন ৯ রান। পরের ওভারে ধুন্ধুমার ব্যাটিং চালিয়েছেন দুজন। চার-ছক্কার ফুলঝুরিতে দ্বিতীয় ওভার থেকে চলে আসে ২০ রান।

পরের ওভারেও তাণ্ডব চালিয়েছেন মামুন এবং জিসান। তৃতীয় ওভার থেকে বাংলাদেশের বোর্ডে যোগ হয় ১৬ রান। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলে বাংলাদেশ। ৪র্থ ওভারে আউট হন মামুন। তবে সাজঘরে ফেরার আগে খেলেছেন ১১ বলে ৩১ রানের দুর্দান্ত এক ইনিংস।

শেষ দিকে নেমে ঝড়ো ব্যাটিং চালিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে ওপেনার জিসান শেষ পর্যন্ত টিকে থেকে ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন। নির্ধারিত ৬ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১১১ রান তোলে বাংলাদেশ।

আমিরাতের হয়ে ১ উইকেট শিকার করেছেন মোহাম্মদ জুহাইব। 

বড় লক্ষ্যে ব্যাট করতে নামা আমিরাতের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন।

পরের ওভারে আবু হায়দার রনি কোনো উইকেট নিতে না পারলেও রান দিয়েছেন মোটে ৭। এরপর আব্দুল্লাহ আল মামুন এসে এক ওভারে ২৮ রান দিয়ে ফেললেও উইকেট নিয়েছেন ১টি, ফিরিয়েছেন বিপদজ্জনক সঞ্চিত শর্মাকে।

শেষ দিকে অনেক লড়াই চালিয়েও আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি আমিরাত। দারুণ দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি