সাইফপুত্র জেহ’কে জিম্মি করে কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল হামলাকারীর
প্রকাশিত : ১৫:৫৬, ২১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৫৮, ২১ জানুয়ারি ২০২৫
বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে পুলিশী জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বিস্ফোরক তথ্য।
পুলিশি তদন্তে উঠে এসেছে, সাইফের বাড়িতে ঢুকে হামলাকারীর মূল টার্গেট ছিল সাইফ-কারিনার ছোট ছেলে জাহাঙ্গীর (জেহ)। তাকে জিম্মি করে সাইফের কাছ থেকে ১ কোটি টাকা আদায় করাই ছিল ওই হামলাকারীর মূল লক্ষ্য।
বান্দ্রা থানায় দায়ের হওয়া এফআইআর সূত্রে জানা যায়, সাইফের বাড়িতে ঢুকে সেখানে কর্মরত ৫৬ বছর বয়সী নার্স এলিয়ামা ফিলিপের সঙ্গে প্রথম মুখোমুখি হন ওই হামলাকারী। এলিয়ামা ফিলিপ পুলিশকে জানিয়েছেন, ‘ওই ব্যক্তি ১ কোটি টাকা দাবি করেছিলেন এবং আমি বাধা দিলে সে আমার উপর লাঠি ও ব্লেড দিয়ে আক্রমণ করে।’
হামলার সময় কব্জি ও হাতে আঘাত লাগে বলে জানিয়ে এলিয়ামা ফিলিপ বলেন, ‘আমি দেখলাম একজন বাথরুম থেকে বের হয়ে জেহ’র ঘরের দিকে যাচ্ছে। এ সময় সাহায্যের জন্য চিৎকার জুড়ে দেন। এরই ফাঁকে কাঁদতে কাঁদতে ঘর থেকে পালায় জেহ। সে সময়ই সেখানে এসে হাজির হন সাইফ।’
অভিনেতা ওই অনুপ্রবেশকারীকে বাধা দিলে তাঁর ঘাড়, কাঁধ, পিঠ এবং কব্জিতে একাধিকবার ছুরিকাঘাত করে পালায় হামলাকারী।
হামলার পর অটোতে তৈমুরের হাত ধরে লীলাবতি হাসপাতালে পৌঁছান সাইফ আলি খান। সেখানে তাঁর ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। আজ সোমবার ছেড়ে দেওয়ার কথা থাকলেও এখনও তাঁকে পর্যবেক্ষণে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, ধৃতকে হামলাকারীকে আদালতে তোলা হয়, তাকে ৫ দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, হামলাকারীকে থানে থেকে গ্রেফতার করা হলেও ঘটনার পর ২ ঘণ্টা সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টের বাগানে লুকিয়ে ছিল ওই ব্যক্তি।
এএইচ