ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

সাইবার সুরক্ষায় তরুণ প্রযুক্তিবিদ সিয়ামের অভিনব পদ্ধতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৫ ডিসেম্বর ২০২৪

ডিজিটাল বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বাড়ছে সাইবার অপরাধ। প্রতিনিয়ত অপরাধীরা তাদের কৌশলে আনছে নতুন মাত্রা, আর সাধারণ মানুষ হয়ে পড়ছে এর শিকার। এর থেকে পরিত্রারে জন্য তরুণ  প্রযুক্তিবিদ সিয়াম বিন শওকত বেছে নিয়েছেন অভিনব এক পদ্ধতি। 

২০১৫ সাল থেকে সিয়াম কাজ করে যাচ্ছেন সাইবার অপরাধ রোধ এবং ভুক্তভোগীদের সেবা প্রদানের মিশনে। 

সিয়াম জানান, সাইবার অপরাধ দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতার প্রসার। তাই তিনি নিয়মিত আয়োজন করছেন ফ্রি সেমিনার, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণ কার্যক্রম। তার উদ্যমী প্রচেষ্টা অনলাইনে সাইবার ঝুঁকি হ্রাসে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে তিনি সচেতনতার মাধ্যমে কেবল অপরাধ রোধই নয়, বরং একটি নিরাপদ ডিজিটাল সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।

শুধু সাইবার সুরক্ষায় নয়, সিয়াম তার গবেষণা দিয়ে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করছেন। ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে পাবলিক হেলথ এবং নেটওয়ার্কিং খাতে তার গবেষণাপত্র ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি অর্জন করেছে। তার কাজ সাইবার নিরাপত্তার জগতে উদ্ভাবনী সমাধান আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সিয়াম বিন শওকতের লক্ষ্য শুধু অপরাধ কমানো নয়, বরং একটি নিরাপদ, সুষ্ঠু এবং টেকসই ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করা। তার উদ্যোগ আজকের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আগামীর দিকনির্দেশনা তৈরি করছে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সাইবার সুরক্ষিত বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি