সাইবার হামলার আতঙ্ক এখনো কাটেনি
প্রকাশিত : ১২:৫৮, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৩:১০, ১৪ মে ২০১৭
বিশ্বব্যাপী ভয়াবহ সাইবার হামলার ঘটনায় এখনো মানুষের আতঙ্ক কাটেনি। এ’ ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্ত শুরু করতে যাচ্ছে ইউরোপোল।
সংস্থাটি জানায়, হামলার গতি কিছুটা ধীর হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কাজ করছে ইসি-থ্রি নামে সাইবার ক্রাইম টিম। এ’ হামলার পেছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে, আপাতত হামলা ঠেকানোর উপায় বের করেছেন যুক্তরাজ্যের এক গবেষক। এ’ উপায়ে সাময়িকভাবে ম্যালওয়্যারের বিস্তৃতি ঠেকানো গেলেও কম্পিউটার ব্যবহারকারীদের দ্রুত অপারেটিং সিস্টেম আপডেট করার তাগিদ দিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিশ্বের প্রায় ১শ’ দেশের ৭৫ হাজারের বেশি কম্পিউটারের নিয়ন্ত্রণ নেয় ওয়ানাক্রাই নামে র্যানসমওয়্যার ভাইরাস। ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্য, টেলিকম, জ্বালানিসহ অনেক গুরুত্বপূর্ণ খাত।
আরও পড়ুন