ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাঈদ খোকনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মো. সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ এবং তার স্ত্রী ফারহানা সাঈদসহ পরিবারের ৪ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এছাড়াও তাদের পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

দুদক তদন্তে জানতে পারে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরী বলে জানায় দুদক।

এছাড়াও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, ২ ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি