ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাঈদীর রিভিউ শুনানির আবেদন আদালতের আজকের কার্যতালিকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৩:১৯, ১৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ শুনানির আবেদন আদালতের আজকের কার্যতালিকায় রয়েছে।
সাজা বাতিলে সাঈদীর ও মৃত্যুদণ্ডের আর্জি জানিয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার ৩০ নম্বরে রয়েছে। সাঈদীর রিভিউ আবেদনটি গত ৬ এপ্রিল আপিল বিভাগের কার্যতালিকায় আসে। সেদিন সাঈদীর আইনজীবীদের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ’ বিষয়ে শুনানির জন্য ১৪ মে তারিখ নির্ধারণ করেন। মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি