ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১২:৩৮, ১৫ জুন ২০১৭

নতুন জনবল নিয়োগ দেওয়া জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)’ পদে ব্যাংকটির বিভিন্ন শাখার ক্যাশ ডিপার্টমেন্টে এ নিয়োগ দেওয়া হবে। 

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। 

বয়স
গত ৩১ মে, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রথম দুই বছরের শিক্ষানবিশকালের প্রথম বছরে ১৮ হাজার ও দ্বিতীয় বছরে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়োগপ্রাপ্তদের ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)’ পদে উন্নীত করা হবে এবং ব্যাংকের পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট (www.southeastbank.com.bd) থেকে অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ জুলাই, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে ১২ জুন, ২০১৭ তারিখে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন :

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি