ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সাউথ্যাম্পটনের বিপক্ষে লিভারপুলের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে সাউথ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। রোববার রাতে প্রতিপক্ষের মাঠে এ জয়ে টটেনহ্যামকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে ফিরেছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকা লিভারপুল ষষ্ঠ মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায়। ম্যাচের ষষ্ঠ মিনিটে লিড এনে দেন ফিরমিনহো। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে সালাহর আড়াআড়ি পাস থেকে পাওয়া বল নিখুঁত শটে ঠিকানায় পৌঁছে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

সালাহ-ফিরমিনোর মিলিত প্রচেষ্টায় ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় লিভারপুল। ফিরমিনহোর বাড়ানো বল সহজেই জালে পাঠান মিশরের এই ফরোয়ার্ড। লিভারপুলের জার্সিতে চলতি মৌসুমে মিশরের এই ফরোয়ার্ডের গোল হলো ২৯টি।

বিরতি থেকে ফিরেও বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে লিভারপুল। ৭১তম মিনিটে ফিরমিনোর শট শেষ মুহূর্তে পা বাড়িয়ে আটকান সাউথ্যাম্পটন গোলরক্ষক। এরপর সালাহর ফিরতি শট বাইরের জাল কাঁপালে ব্যবধান বাড়েনি। বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে অল রেডরা।

এ জয়ে ২৭ ম্যাচে ১৫ জয় ও নয় ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। চলতি লিগে ১১তম হারের স্বাদ পাওয়া সাউথ্যাম্পটন ২৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে। রোববার দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হারের পরও ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭২। ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে টটেনহ্যাম হটস্পার। পঞ্চম স্থানে আছে এক ম্যাচ করে কম খেলা চেলসি (৫০)। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭ ম্যাচে ৪৫।

সূত্র: গোল ডট কম

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি