ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

সাউদার্ন আফ্রিকা প্রবাসীদের ১০ দাবি বাস্তবায়নের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ১ জানুয়ারি ২০২৫

দক্ষিণ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার প্রায় তিন লাখ প্রবাসীর নানা সমস্যা সমাধানে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাউদার্ন আফ্রিকা। এ উপলক্ষ্যে ১০ দাবি তুলে ধরে বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশনটি।

এতে বলা হয়, দক্ষিণ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার প্রবাসীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্যবসা-বাণিজ্য এবং চাকরির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু এ অঞ্চলের সাথে পূর্বেকার সরকারের কূটনৈতিক তৎপরতা না থাকায় নানা সুযোগ-সুবিধা বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা একান্ত প্রয়োজন।
 
বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাউদার্ন আফ্রিকার ১০ দাবি নিম্নরুপ :

১. প্রবাসীদের লাশ যথাযথ মর্যাদাসহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা।
২. ই-পাসপোর্ট সেবা চালু করা।
৩. নতুন পাসপোর্ট আবেদন এবং নবায়ন ফি কমানো।
৪. দূতাবাসে সেবার মান বাড়ানো এবং তরান্বিত করা।
৫. প্রবাসীদের সেবা নিশ্চিত এবং তরান্বিত করার জন্য প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা।
৬. দূতাবাসকে সম্পূর্ণ দলীয় এবং সিন্ডিকেট মুক্ত করা।
৭. বিমান টিকিটের দাম কমানোর বিশেষ উদ্যোগ নেয়া।
৮. সাউদার্ন আফ্রিকার যেসব দেশে দূতাবাস নেই, সেখানে কমপক্ষে কনস্যুলেট সার্ভিস চালু করা।
৯. ঢাকা বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধ করা।
১০. বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে রাষ্ট্রীয় সম্পর্ক এবং দূতাবাসের কার্যকরী তৎপরতা বাড়ানো।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি