ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪

সাকিব কি দেশে ফিরবেন আজ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১৭ অক্টোবর ২০২৪

দেশে ফিরছেন সাকিব আল হাসান, এমন খবরে ক্রীড়াঙ্গনে খানিক স্বস্তি ফিরেছিল। জানা গেছে, দেশে ফিরতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসে অবস্থান নেন সাকিব আল হাসান। সেখান থেকে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা। তবে দেশে ফেরার আগের দিনই তাকে বিমানে উঠতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। ফলে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট ম্যাচ নিয়ে আবারও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। 

জানা গেছে, দেশে ফেরার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে বিসিবি প্রধান, সবাই নজর দিয়েছেন সাকিবের নিরাপত্তায়। সাকিবও শঙ্কা কাটিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশে আসার। যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে দুবাই পৌঁছান তিনি।

সব কিছু ঠিকঠাক পথেই এগোচ্ছিল। কিন্তু, গতকাল বুধবার রাতে হঠাৎ করে বদলে যায় দৃশ্যপট। জানা যায়, দেশে ফেরা হচ্ছে না সাকিবের। নিরাপত্তাজনিত কারণেই তাকে আপাতত দেশে ফিরতে মানা করা হয়েছে। বিষয়টি কয়েকটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সাকিব নিজে।

এতে সম্ভাবনা জাগিয়ে ফের তৈরি হলো শঙ্কা। সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মেঘ সরতে সরতেও যেন সরলো না। অথচ সাকিব দেশে ফিরবেন, বিদায়ী টেস্ট খেলবেন, প্রস্তুত হচ্ছে মিরপুর, ভক্তদের মনে খুশির ফোয়ারা।

সূত্রমতে, নিরাপত্তাসহ নানা কারণে তার দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে।

এর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ চলাকালীন টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই ওই ফরম্যাটে তার শেষ বলে অভিহিত করে সাকিব জানান, নিরাপত্তা পেলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চান তিনি।
 
সাকিবের এই ঘোষণার পরপরই তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। এই ইস্যুতে দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে বিসিবি তার নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। তবে অনেক নাটকীয়তার পর ক্রীড়া মন্ত্রণালয় সাকিবকে নিরাপত্তা দিতে রাজি হয়।

সাকিবের দেশে ফিরতে বাধা নেই–যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন আশ্বাসের পর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দলে সাকিবকে রাখা হয়।

এখন দেখার বিষয় বৃহস্পতিবার কি বার্তা দেয় বিসিবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাকিব ভক্তরা সেই দিকেই তাকিয়ে আছেন। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি