ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

সাকিব মাঠের বাইরের বিষয়: টাইগারদের নতুন কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ১৯ অক্টোবর ২০২৪

সম্প্রতি জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দলের দায়িত্ব দেওয়া হয়েছে ফিল সিমন্সকে। 

এর মধ্যেই গত বুধবার বাংলাদেশে এসেছেন নতুন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ। আর আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছেন নাজমুল হোসেন শান্তরা। অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে দল নিয়ে মাঠে নেমে যেতে হচ্ছে সিমন্সকে।

এদিকে সাকিব আল হাসানের 'বিদায়ী' টেস্ট খেলা না খেলা নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেট পাড়া। গত দু-দিন তা সর্বোচ্চ রূপ ধারণ করে। বহু নাটকীয়তার পর নিশ্চিত হয়েছে, বাংলাদেশে এখনই ফেরা হচ্ছে না সাকিবের। ইচ্ছে অনুযায়ী দেশের মাটিতে টেস্ট থেকে অবরসও নেওয়া হচ্ছে না সাকিবের। 

সাকিব ইস্যুতে পরিস্থিতি ঘোলাটে থাকলেও সেদিকে তাকাতে চান না সিমন্স। তিনি জানিয়েছেন, তার ফোকাসটা কেবল মাঠের ক্রিকেটকে ঘিরেই। 

সিমন্স বলেছেন, বাইরে কী হচ্ছে তা নিয়ে মাথা না ঘামিয়ে ক্রিকেটে মনোযোগ রাখা আমাদের দায়িত্ব। আমি সেটাই নিয়ন্ত্রণ করি যা আমার নিয়ন্ত্রণে থাকবে। আর সেটা হলো প্রস্তুতি। সোমবার শুরু হতে যাওয়া ম্যাচেই আমাদের সব মনোযোগ।

বিসিবির প্রস্তাব পেয়ে কেন রাজি হয়েছেন, এমন প্রশ্নের জবাবে সোজাসাপ্টা জবাব সিমন্সের। বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স তাকে বাংলাদেশ নিয়ে কাজ করতে আগ্রহী করেছে।

তিনি আরও বলেন, তাদের (তরুণদের) যথেষ্ট কোয়ালিটি আছে। পাকিস্তানের বিপক্ষে খেলা আমি দেখেছি। যেভাবে ওরা পরিস্থিতি সামলেছে, সেটা দুর্দান্ত। ভারতে টি-টোয়েন্টি সিরিজ ভালো যায়নি, তবে ভারত কিন্তু বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল এখন। এই অ্যাসাইনমেন্টটা আমি খুব উপভোগ করছি। আমি তরুণদের নিয়ে তিন ফরম্যাটের জন্যই কাজ করব। তাই বাংলাদেশের কোচ হওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল না।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি