ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সাকিব-শিশিরের বিবাহবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১২ ডিসেম্বর ২০১৮

২০১২ সালের ১২ ডিসেম্বর। এ দিনে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেট টিমের অলরাউন্ডার সুপারস্টার তারকা সাকিব আল হাসান। তিনি চিরদিনের জন্য শিশিরের সঙ্গে আবদ্ধ হন বিয়েবন্ধনে। আজ বুধবার এ দম্পতির ষষ্ঠ বিবাহবার্ষিকী।
ষষ্ঠ বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট করে স্ট্যাটাস দিয়েছেন সাকিব। সঙ্গে প্রকাশ করেছেন বিভিন্ন মুহূর্তের কিছু ছবি। এর ক্যাপশনে সবার কাছে দোয়াও চেয়েছেন সাকিব।
সাকিব লিখেছেন, ‘কিপ আস ইন ইউর প্রেয়ার।’ এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশে সবচেয়ে সেলিব্রেটি এই দম্পতির সংসারে রয়েছে একটি কন্যাসন্তান। ২০১৫ সালের ৯ নভেম্বর তাদের ঘরে আসে নতুন অতিথি আলাইনা হাসান অব্রি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি